কলেজজীবনের প্রেম বলে কথা! কেউ বলেন, এ প্রেম তীব্র, আবার কেউ বলেন, সব বাধা পেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এমনই এক দুর্নিবার প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক অবুঝ প্রেম।
সিএমভির ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান। প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা। তাদের সঙ্গে আছেন শহীদুজ্জামান সেলিম, জয়নাল জ্যাকসহ আরও অনেকে। ফুয়াদ বিন আলমগীরের সিনেমাটোগ্রাফিতে ইয়াশ ও নিহাকে দেখা যাবে দুই ভিন্ন লুকে—একটি কলেজজীবনে, আরেকটি কারাগার ও পাগলাগারদের আবহে।
নির্মাতা মিফতাহ্ আনান জানান, নাটকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দুটি সময়ের লুক, মেকআপ ও অভিনয়কে বিশ্বাসযোগ্য করে তোলা। তার ভাষায়, “দুটো চ্যালেঞ্জই শতভাগ উতরে গেছেন ইয়াশ-নিহা।”
তবে কাহিনির মূল বাঁক নিয়ে এখনই কিছু বলতে চান না নির্মাতা বা কলাকুশলীরা। নির্মাতা শুধু ইঙ্গিত দিলেন, এটি এক অনবদ্য প্রেমের গল্প, যেখানে প্রেমের পাশাপাশি বিরহও থাকবে সমানভাবে।
অবুঝ প্রেম ছাড়াও এবারের ঈদে সিএমভির ব্যানারে আরও ২০টি নাটক মুক্তি পাচ্ছে। প্রযোজক ও পরিবেশক এস কে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, চাঁদরাত থেকে নাটকগুলো ধাপে ধাপে প্রকাশিত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
