Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫
সময়: ০১:৪৩ am
ওটিটি ও টিভি

নতুন রূপে পলাশ, বক্সারের চরিত্রে মুগ্ধ অংশু

এবারের ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘খালিদ’।



শোবিজ২৪ ডেস্ক
মো রুবেল ইসলাম || ৪ জুন ২০২৫

জিয়াউল হক পলাশ বরাবরই চরিত্রের ভাঙাগড়ায় পারদর্শী। কখনো ড্যান্সার, কখনো ডাকাত—প্রতিটি চরিত্রে নিজেকে নতুন করে তুলে ধরেছেন তিনি। এবার ঈদে একদম ভিন্ন এক চরিত্রে হাজির হচ্ছেন তিনি, এক বক্সার হিসেবে। দর্শকরা এর আগে কখনো তাকে এমন রূপে দেখেননি।

ঈদের ফিকশন ‘খালিদ’-এ পলাশের নতুন রূপ ফুটে উঠেছে। সম্প্রতি প্রকাশিত টিজারে তার বক্সারের লুক, রহস্য, বক্সিং রিংয়ের উত্তেজনা ও খুনের ছায়া—সবকিছুই দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে তার সংলাপ নরকের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট নরকের মতোই হয়” ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে এসেছে।

এই ফিকশন নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। তিনি জানান, ‘খালিদ’ মূলত এক বোহেমিয়ান বক্সারের জীবনের গল্প, যেখানে চরিত্রটি ফুটিয়ে তুলতে পলাশ কঠোর পরিশ্রম করেছেন। নিয়মিত জিম ও অ্যাথলেটিক ট্রেনিং নিয়ে নিজেকে চরিত্রের জন্য প্রস্তুত করেছেন।

নির্মাতা অংশু বলেন, আমরা দীর্ঘ সময় গবেষণা করেছি, চেষ্টা করেছি গতানুগতিক ইউটিউব কনটেন্টের বাইরে নতুন কিছু করার। পলাশ দারুণ অভিনয় করেছে, আমি যা চেয়েছি তার দ্বিগুণ পেয়েছি। ওর সঙ্গে কাজ করে আমি মুগ্ধ। ভালো শিল্পী ছাড়া ভালো কাজ বের করা কঠিন, আর ‘খালিদ’-এর পুরো টিম আমাকে অসাধারণ সহযোগিতা করেছে।”

এবারের ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে খালিদ’। এতে নাম ভূমিকায় পলাশ ছাড়াও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ-সহ আরও অনেকে। নতুন একটি গান মুক্তিরও প্রস্তুতি চলছে, যা দর্শকদের মধ্যে নাটকটি নিয়ে আরও আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন নির্মাতা। এখন অপেক্ষা ঈদের, দেখার পালা, দর্শক কতটা মুগ্ধ হন এই নতুন রূপে পলাশকে দেখে।

Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net

অনুসরণ করুন

Facebook
Loading...
LinkedIn
Loading...
YouTube
Loading...
TikTok
Loading...
Instagram
Loading...
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
facebook-Link