Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫
সময়: ০১:৪৩ am
ওটিটি ও টিভি

‘হাউ সুইট’ মন ভালো করবে, বিরক্তির সুযোগ নেই: কাজল আরেফিন অমি

বঙ্গ প্রযোজিত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও পাভেল। নির্মাতা আশাবাদী, এই কাজটি ওটিটিতে নতুন এক অভিজ্ঞতা এনে দেবে এবং প্রচলিত ধারার বাইরে গিয়ে দর্শকদের বিনোদন দেবে।



শোবিজ২৪ ডেস্ক
মো রুবেল ইসলাম || ৪ জুন ২০২৫

অপরিচিত দু’জন মানুষের আকস্মিক এক সফর, যেখানে একের পর এক ঘটনা ঘটে। সেই রহস্যময় ঘটনার মোড় কীভাবে খুলবে, তা নিয়েই তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। টিজার, ট্রেলার এবং একটি গান মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। নির্মাতা কাজল আরেফিন অমি জানালেন, তিনি এই কাজটি মূলত ওটিটির জন্য নির্মাণ করলেও দর্শকরা সিনেমার মতো প্রতিক্রিয়া দিচ্ছেন, যা তার জন্য অত্যন্ত আনন্দের।

রোমান্স, অ্যাকশন, কমেডি, নাচ-গান—সব উপাদান থাকছে ৯০ মিনিটের এই ওয়েব ফিল্মে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দর্শক এক মুহূর্তের জন্যও বিরক্ত হবেন না। বরং দেখার পর তারা বলবেন, পয়সা উসুল! অমি মনে করেন, এটি এমন এক কনটেন্ট, যা দর্শকদের মন ভালো করে দেবে, বিনোদিত করবে এবং ওটিটিতে সিনেমাটিক অভিজ্ঞতা দেবে।

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা জানালেন, দর্শক যেন ঘরে বসেই সিনেমার মজা পান, সেটাই ছিল তার লক্ষ্য। তাই ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া এই ফিল্মটি দর্শকের ওয়াচলিস্টে সবার আগে থাকবে বলে তার বিশ্বাস। তিনি আরও বলেন, গল্প যতক্ষণ ধরে রাখতে পারবে, ততক্ষণই তিনি কনটেন্ট তৈরি করেন। ‘হাউ সুইট’-এর দৈর্ঘ্য ৮৬ মিনিট, টাইটেলসহ ৯০ মিনিট, যা দেখার পর দর্শক হয়তো বলবেন, আরও ১০ মিনিট বেশি হলে ভালো হতো।

বঙ্গ প্রযোজিত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও পাভেল। নির্মাতা আশাবাদী, এই কাজটি ওটিটিতে নতুন এক অভিজ্ঞতা এনে দেবে এবং প্রচলিত ধারার বাইরে গিয়ে দর্শকদের বিনোদন দেবে।

Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net

অনুসরণ করুন

Facebook
Loading...
LinkedIn
Loading...
YouTube
Loading...
TikTok
Loading...
Instagram
Loading...
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
facebook-Link