বিনোদন প্রতিবেদক
শিশু-কিশোরদের জন্য নতুন এক কমিক্স নিয়ে হাজির হচ্ছে একটি প্রতিষ্ঠান। ‘হিট ম্যান’ শিরোনামের এ কমিক্সটির কার্টুন ফেইজ ইতোমধ্যেই শেষ করেছেন কার্টুনিস্ট সোহানী। তবে তিনি অপেক্ষায় ছিলেন মূল চরিত্রের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত চরিত্রের লুক তিনি খুঁজে পেয়েছেন।
সোহানীর কল্পনায় গড়া ‘হিট ম্যান’-এর চেহারায় এবার দেখা যাবে জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরকে। নাটক আকারে এই চরিত্র দর্শকের সামনে হাজির হবেন তিনি। নাটকটির নামও রাখা হয়েছে ‘হিট ম্যান’। সোহানীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী হিমি।
গল্পে দেখা যাবে—রাকিব নামে এক যুবক চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে একটি অপ্রত্যাশিত ঝামেলায় জড়িয়ে পড়ে। রাস্তায় বেশ কিছু মানুষের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়, এমনকি উত্তেজিত হয়ে একসময় শারীরিকভাবে প্রতিক্রিয়া দেখায়। ঠিক সেই মুহূর্তে অফিসে যাওয়ার পথে জ্যামে আটকে থাকা সোহানী ঘটনাটি লক্ষ্য করে। রাকিবের ভিন্নধর্মী ভঙ্গি তার কাছে আকর্ষণীয় মনে হলে তিনি দ্রুত ক্যামেরায় সেই দৃশ্যগুলো ধরে রাখেন।
পরবর্তীতে রাকিবকেই তিনি নিজের ‘হিট ম্যান’ কমিক্সের নায়ক হিসেবে বেছে নেন। এখান থেকেই গল্পটি নেয় নতুন মোড়।
প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্ট খুব শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করবে। প্রযোজনা করেছেন জামাল হোসেন এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মোহাম্মদ হাসান।
নির্মাতা বলেন—
“খুব মজার একটি গল্প নিয়ে নাটকটি বানিয়েছি। নিলয়কে এবার একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শকরা তাকে তার অন্যান্য নাটকের তুলনায় এখানে আলাদা রূপে দেখতে পাবেন।”