প্রথম ৯ ওভারে রান ১ উইকেটে ৯৬। সেখান থেকে বিশ ওভারে দুইশ ছড়ানো সংগ্রহ খুব সম্ভব। কিন্তু পথ হারিয়ে কলকাতা নাইট রাইডার্স থমকে গেল ১৭৪ রানেই। এই পুঁজি নিয়ে লড়াই জমাতেই পারল না তারা। ফিল সল্ট ও ভিরাট কোহলির ঝড়ো ফিফটিতে অনায়াস জয়ে আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অষ্টাদশ আসরের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর জয় ৭ উইকেটে। কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার ১৭৫ রানের লক্ষ্য ২২ বল হাতে রেখেই পেরিয়ে যায় তারা।
নতুন অধিনায়ক রাজাত পাতিদারের অধিনায়কত্বে শুরুটা দারুণ হলো বেঙ্গালুরুর। আরেক নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা সুখকর হলো না গতবারের চ্যাম্পিয়ন কলকাতার।