Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫
সময়: ১২:০৬ am
স্পোর্টস

আলমাদার শটেই হারাল আর্জেন্টিনা, উরুগুয়ে নিয়ে গেল সাড়া

লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও পাওলা দিবালাদের অনুপস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা উরুগুয়েকে ১-০ গোলে পরাজিত করে। ম্যাচের একমাত্র গোল তরুণ ফরোয়ার্ড থিয়েগো আলমাদা মাথায় করলেন।



এই জয়ের সাথে, ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলেন লিওনেল স্কালোনির দল।
মো রুবেল ইসলাম || ৪ জুন ২০২৫

লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও পাওলা দিবালাদের অনুপস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা উরুগুয়েকে ১-০ গোলে পরাজিত করে। ম্যাচের একমাত্র গোল তরুণ ফরোয়ার্ড থিয়েগো আলমাদা মাথায় করলেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন জানায়, আলমাদার এই সুউচ্চ শটে আর্জেন্টিনা জাতীয় দলের ২০০০তম গোলের মাইলফলক স্পর্শ হয়েছে।

 

মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে দুই লাতিন শক্তির মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচজুড়ে হাতাহাতি ও লাল কার্ডের দৃশ্য দেখা গেলেও ভালো ফুটবল উপস্থাপনে দু’দলই তেমন সাফল্য অর্জন করতে পারেনি। মেসি, মার্তিনেজ ও দিবালাদের অনুপস্থিতি এ ফলাফলের অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়। ঘরের মাঠে ৫৫ হাজার দর্শকের সামনে উরুগুয়েও যথার্থ ফুটবল উপহার দিতে পারেনি।

 

ম্যাচের ৬৮ মিনিটে আলমাদার চোখ ধাঁধানো গোলটাই ছিল খেলাটির একমাত্র আকর্ষণ। বক্সের পাশে থেকে উরুগুয়ের এক ডিফেন্ডারকে কাটিয়ে, বক্সের বাইরে নেওয়া কিকে বল বাতাসে ভাসতে ভাসতে জাল ছুঁয়ে goalটি নিশ্চিত করলেন। অতিরিক্ত সময়ে ৫ মিনিটের মাথায় ফাউল করে রেফারি সরাসরি লাল কার্ড দেখান, যার ফলে উরুগুয়ের খেলোয়াড় নিকো গঞ্জালেস খেলাঘরে চলে যান।

এই জয়ের সাথে, ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলেন লিওনেল স্কালোনির দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। পরবর্তী ম্যাচে, ১৩ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহকারি আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ সময় সকালে মাঠে নামবে। জিতলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে।

Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net

অনুসরণ করুন

Facebook
Loading...
LinkedIn
Loading...
YouTube
Loading...
TikTok
Loading...
Instagram
Loading...
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
facebook-Link