মূল প্রস্তুতি শুরুর আগে গা-গরমের পর্বে দেখা মিলল দৃশ্যটির। এই পর্বে পাসিং অনুশীলনের জন্য ‘চোর-পুলিশ’ খেলা হয়। তা শুরু হলো হামজাকে ‘চোর’ বানিয়ে! খুব বেশিক্ষণ অবশ্য তাকে আটকে রাখতে পারলেন না তপু-জামাল-হৃদয়রা। তবে, যতটুকু সময় আটকে রাখা গেল, ততক্ষণ চলল বাকিদের আনন্দ-উল্লাস। হাসিমুখে সময়টুকু কাটালেন হামজাও।
শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের টার্ফে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুশীলনে নামার আগে বাংলাদেশ দলের আবহে এই হাসি-খুশি অবশ্য ছিল না। থাকবেই বা কী করে? অনুশীলনের সময় বদলানোয় হোটেলে হামজাদের বন্দি থাকতে হয়েছে দীর্ঘক্ষণ। অথচ আগামী মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হতে হবে। এ মুহূর্তে প্রতিটি সেকেন্ড মহামূল্যবান।
এদিন প্রস্তুতি নেওয়ার কথা ছিল সন্ধ্যা ছয়টায়, কিন্তু একই সময় ভারত দল জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রস্তুতি নেওয়ায় পিছিয়ে দেওয়া হয় বাংলাদেশের প্রস্তুতির ক্ষণ। এক ঝটকায় সেটা চলে যায় সাড়ে সাতটায়, ততক্ষণে শিলংয়ে ঠাণ্ডা বাড়ে আরও।