বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন। কয়েক মাসের মধ্যেই তারা জানান, পরিবারে আসছে নতুন অতিথি। এরপর ২০২২ সালের নভেম্বর মাসে কন্যাসন্তান রাহার জন্ম হয়। দেখতে দেখতে প্রায় দুই বছর বয়স হয়েছে রাহার। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করেছেন রণবীর-আলিয়া—এমনটাই ইঙ্গিত মিলেছে অভিনেতার কথায়!
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তিনি দুই সন্তানের মা হতে চান। এবার রাহা একটু বড় হতেই সেই ভাবনা যেন আরও দৃঢ় হয়েছে। শোনা যাচ্ছে, রণবীর নিজের শরীরে মেয়ের নামের উল্কি করিয়েছেন, যা ছিল তার প্রথম ট্যাটু। আর এবার দ্বিতীয় উল্কির অপেক্ষায় আছেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘খুব শীঘ্রই দ্বিতীয় উল্কিটা করাব। হয়তো সেটি ৮ সংখ্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে, কিংবা আমার দ্বিতীয় সন্তানের নামও হতে পারে।’
এদিকে, আলিয়াও সম্প্রতি এক পডকাস্টে দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তোলেন। এখন রণবীরের মন্তব্য নতুন জল্পনার জন্ম দিয়েছে। তবে আলিয়া সত্যিই অন্তঃসত্ত্বা কিনা, সে বিষয়ে দম্পতির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
