আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে বরবাদ, দাগি, জংলি, জ্বীন ৩ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার প্রকাশ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমার গান প্রকাশ পেয়েছে। যেখানে রয়েছে পর্দার দুই প্রিয় মুখ আফরান নিশো ও তমা মির্জা। যেখানে গানে গানে ফুটে উঠল এক প্রেমের গল্প।
বিজ্ঞাপন
১ মিনিট ৪২ সেকেন্ডের এই গানের ভিডিওতে সিনেমার নতুন কিছু দৃশ্যও পাওয়া গেল। যেখানে আফরান নিশো এবং তমা মির্জার দেখা মিলল রোম্যান্টিক মুডে। শুধু তাই নয়, কিছু ভিন্নও লুকও প্রকাশ পেয়েছে কিছু দৃশ্যে। যদিও গত ১১ মার্চ পাওয়া এই ছবির টিজারে এমন কিছুই দেখা মেলেনি।
ইতোমধ্যে গানটি বেশ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতাদের। সাদাত হোসেনের লেখা ও সাজিদ সরকারের কম্পোজিশনে গানটি গেয়েছেন তাহসান ও মাশা।