Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫
সময়: ১২:০৬ am
ক্রিয়েটর কর্ণার

কারো রিজিক নষ্ট হোক, তা চাই না: বারিশা হক

রিশা হক একজন মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা এবং নৃত্যশিল্পী।



শোবিজ২৪ ডেস্ক
মো রুবেল ইসলাম || ৪ জুন ২০২৫

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মডেল ও অভিনেত্রী বারিশা হক সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি তার মতামত তুলে ধরেছেন। এই পোস্টে বারিশা জানিয়ে দেন, তিনি কারো রিজিক নষ্ট করতে চান না।

বারিশা তার পোস্টে লিখেছেন, "আমার বাচ্চাকে বুলিং করার জন্য যদি কারো চাকরি বা রিজিক নষ্ট হয়, সেটা আমি চাই না। আমি শুধু চাই মেয়েটি যেন নিজের ভুল বুঝতে পারে। আশা করি, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন।"

এর আগে, বারিশা হক শেয়ার করেছিলেন একটি পোস্ট, যেখানে একটি প্রতিষ্ঠান, ‘রেজুভা ওয়েলনেস’, তাদের এক কর্মীকে নিয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। ওই নারী কর্মী সোশ্যাল মিডিয়ায় বারিশা হকের সন্তানকে বুলিং করে মন্তব্য করেছিলেন।

এই ঘটনার পর, বারিশা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, তিনি কখনও কারো রিজিক নষ্ট করার পক্ষে নন।

বারিশার এই পোস্টে তার অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, "বাচ্চাদের বুলিং করা যে বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকর, সেটা কেউ বুঝবে না যদি তার নিজের বাচ্চা না থাকে।" অন্য একজন মন্তব্য করেন, "সবাই যেন নিজেদের ভুল বুঝে সংশোধিত হয়।" এছাড়া কেউ বলেন, "বাচ্চারা নিষ্পাপ, তাদের নিয়ে এসব কথা বলা উচিত নয়।"

বারিশা হক একজন মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা এবং নৃত্যশিল্পী। ২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশগ্রহণের মাধ্যমে তার শোবিজ যাত্রা শুরু হয়। তার পথচলায় নৃত্য, উপস্থাপনা এবং নাটকে অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি ব্র্যান্ড প্রমোশনে বেশি ব্যস্ত।

Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net

অনুসরণ করুন

Facebook
Loading...
LinkedIn
Loading...
YouTube
Loading...
TikTok
Loading...
Instagram
Loading...
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
facebook-Link