জয়া আহসান আবারও নিজেকে নতুন করে পরিচিত করালেন তার অভিনয় দক্ষতা দিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘জিম্মি’র ট্রেলার, যেখানে জয়া আহসানকে দেখা গেছে রুনা লায়লা চরিত্রে, যা তার ক্যারিয়ারে একটি নতুন মোড়।
‘জিম্মি’ সিরিজটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ, এবং এটি আগামী ২৮ মার্চ হইচইয়ে মুক্তি পাবে। এই সিরিজে জয়া আহসান এক সাধারণ সরকারি চাকরিজীবী রুনা লায়লার চরিত্রে অভিনয় করছেন। ট্রেলারে দেখা যায়, তিনি একজন মধ্যবিত্ত গৃহিণী, যার জীবনে পরিবর্তন আসে তার লোভের কারণে— টাকা, বাড়ি, গাড়ি সব কিছুই তিনি চায়।
কিন্তু একসময় তার জীবন পূর্ণ পরিবর্তনে মুখোমুখি হয়, যখন তার হাতে শুধুমাত্র টাকা আর টাকা থাকে। তবে প্রশ্ন হলো, এত টাকা রুনা কোথায় পেয়েছে? এই রহস্যের জবাব জানার জন্য আপনাকে দেখতে হবে ‘জিম্মি’।
এ সিরিজে জয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এবং এরফান মেধা শিবলুসহ আরও অনেক অভিনেতা।
ভিডিও লিংক:
https://www.youtube.com/watch?v=ZLZECc5-azw