Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫
সময়: ১২:০৩ am
ফিল্ম

হাসিনা চরিত্রে অভিনয় নিয়ে যা বললেন নুসরাত ফারিয়া

আসন্ন ঈদে তিনি ফিরছেন ‘জ্বিন-৩’ সিনেমা নিয়ে। ইতিমধ্যে এই ছবির ‘কন্যা’ গানটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।



শোবিজ২৪ ডেস্ক
মো রুবেল ইসলাম || ৪ জুন ২০২৫

সম্প্রতি আলোচনায় এসেছেন নুসরাত ফারিয়া, বিশেষ করে মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার পর থেকেই তাকে নিয়ে চলছে সমালোচনা। আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা এবং তার প্রশংসা করায় ফারিয়াকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই বিষয়ে প্রথমবার মুখ খুললেন এই অভিনেত্রী।

একটি পডকাস্ট সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে তিনি অনুশোচনায় ভোগেন কি না? জবাবে ফারিয়া স্পষ্টভাবেই বলেন, অনুশোচনার কিছু নেই। আমরা শিল্পীরা কঠোর পরিশ্রম করি। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এই সিনেমার জন্য আমি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই লুকে থেকেছি—চুলে রং করিনি, ওজন ধরে রেখেছি। পাঁচ বছর ধরে আমি এই চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করেছি। যদি এখন এই কাজ নিয়ে অনুশোচনা করি, তবে সেটি আমার পেশার প্রতি অসম্মান হবে।”

এছাড়াও, তিনি স্বীকার করেন যে সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব এলে তা সহজে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় না। তবে ‘মুজিব’ সিনেমার কারণে যে পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, সেটিকে তিনি তার ভাগ্যের অংশ হিসেবেই মেনে নিয়েছেন।

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন নিয়ে তার অবস্থান নিয়েও প্রশ্ন তোলা হয়। এ বিষয়ে ফারিয়া জানান, আমি তখন কানাডায় ছিলাম, কিছু শো করছিলাম। কিন্তু ভুল সবসময়ই ভুল। তাই আমি ছাত্রদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, চাইলে আমার পোস্ট ঘেঁটে দেখতে পারেন।”

এদিকে, আসন্ন ঈদে তিনি ফিরছেন জ্বিন-৩’ সিনেমা নিয়ে। ইতিমধ্যে এই ছবির কন্যা’ গানটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net

অনুসরণ করুন

Facebook
Loading...
LinkedIn
Loading...
YouTube
Loading...
TikTok
Loading...
Instagram
Loading...
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
facebook-Link