পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’ আগামী ২ মে ঢাকায় তাদের কনসার্ট আয়োজন করতে যাচ্ছে। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট, যার নামকরণ করা হয়েছে ‘ভয়েস অব জুনন’। আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনবাজ এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৯ সালে আন্তর্জাতিক ফোক ফেস্টে গান পরিবেশন করেন জুনুন ব্যান্ডের ভোকালিস্ট আলী আজমত ও তার দল। এবার তারা দীর্ঘ ৬ বছর পর ঢাকার মঞ্চে গাইতে আসছেন।
ব্যান্ড ‘জুনুন’ শুধু একটি সংগীত দল নয়, বরং একটি বিপ্লবের নাম। সুফি ও রকের মেলবন্ধনে তাদের গানে এক নতুন ধারা তৈরি হয়েছে, যা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। “সিয়ানী” থেকে “গরজ বরস”— তাদের গানে শুধু সংগীত নয়, একটি প্রজন্মের পরিচয়ও ফুটে উঠেছে।
কনসার্টের টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আয়োজকরা জানিয়েছে, ঈদুল ফিতরের আগে টিকিট কিনলে বিশেষ ছাড় পাবেন দর্শকরা। এছাড়া, ভক্তদের জন্য আর্লি বার্ড ডিসকাউন্টও রয়েছে, যা ঈদের আগের দিন পর্যন্ত পাওয়া যাবে।
১৯৯০ সালে লিড গিটারিস্ট সালমান আহমাদ দ্বারা প্রতিষ্ঠিত ‘জুনুন’ পাকিস্তানের অন্যতম সেরা সুফি রক ব্যান্ড হিসেবে পরিচিত। কিউ ম্যাগাজিনের মতে, এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম ব্যান্ড।