Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫
সময়: ১২:০৬ am
ইন্টারভিউ

সাক্ষাৎকার: ফিরে এসে তার চেয়েও বেশি ভালোবাসা পাচ্ছি

ওটিটি-তে যাত্রা কেমন শুরু হলো? আমি একটি ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’-এ কাজ করেছিলাম। এটি নিঃসন্দেহে একটি ভালো অভিজ্ঞতা ছিল এবং সবসময়ই চাই, ভালো কিছু নিয়ে ওয়েব প্ল্যাটফর্মে হাজির হতে।



আনিকা কবির শখ, ব্যস্ত অভিনেত্রী-মডেল, টেলিভিশন, নাটক এবং বিজ্ঞাপনের নিয়মিত মুখ হিসেবে পরিচিত।
মো রুবেল ইসলাম || ৪ জুন ২০২৫

আনিকা কবির শখ, ব্যস্ত অভিনেত্রী-মডেল, টেলিভিশন, নাটক এবং বিজ্ঞাপনের নিয়মিত মুখ হিসেবে পরিচিত। সংসারজীবনে স্থিতিশীল থেকেও তিনি পুরোদমে কাজে ফিরেছেন। পান্থ আফজালের সঙ্গে আলাপ-আলোচনায় তাঁর সাম্প্রতিক ব্যস্ততা সম্পর্কে কিছু কথা শোনার সুযোগ হলো।

নতুন কাজের খবর কী? আমি বেশকিছু নাটকের কাজ করেছি, যেগুলো খুব শীঘ্রই অনইয়ার হবে। পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রেও কাজ করে যাচ্ছি। সম্প্রতি পুরোদমে কাজ শুরু করেছি এবং আশা করছি সামনে আরও ভালো কিছু আসবে।

ফিরে নিয়মিত কাজ করার অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে। অনেকেই বলে, যারা গ্যাপ দেওয়ার পরও পারমেনেন্টলি ফিরে আসতে পারেনি, তারা আজকের দিনে সুযোগ হারায়। কিন্তু আমার সিনিয়র, কো-আর্টিস্ট এবং প্রডাকশন টিম সবাই আমাকে স্বাগত জানিয়েছে, “আপু, এতদিন কোথায় ছিলে? আমরা তোমাকে পাগলের মতো মিস করেছি।” এমন আন্তরিক ভালোবাসা পেয়ে আমি খুবই কৃতজ্ঞ। আমার মতে, লাইফে অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট নয়; মানুষের মনে যে ভালোবাসা ও স্বীকৃতি জমে, তা সবচেয়ে মূল্যবান।

 

মিডিয়াতে এতদিন অনুপস্থিত থাকার কারণ কী ছিল? মেয়ের জন্ম হওয়ার কারণে কিছুদিন আমি অভিনয় থেকে বিরতি নিয়েছিলাম। মেয়ের বড় হওয়ার পর আবার কাজে ফিরেছি, তবে টানা কাজ করা সম্ভব হয় না। যখন ভালো গল্প পাই, তখনই কাজ করি। মনে হয় সবকিছু আগের মতোই, শুধু কিছু দিন গড়িয়ে গেছে। বিরতি নেওয়াটা খারাপ লাগছে না, কারণ দর্শকরা আমাকে আগের মতোই গ্রহণ করছে।

ওটিটি-তে যাত্রা কেমন শুরু হলো? আমি একটি ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’-এ কাজ করেছিলাম। এটি নিঃসন্দেহে একটি ভালো অভিজ্ঞতা ছিল এবং সবসময়ই চাই, ভালো কিছু নিয়ে ওয়েব প্ল্যাটফর্মে হাজির হতে।

চলচ্চিত্রেও ফিরে আসবেন? দুটো সিনেমার কাজ করেছি। আসলে কোনো পরিকল্পনা করে সিনেমায় আসিনি, হঠাৎ করে সুযোগ এসে পৌঁছায়। সিনেমায় অভিনয়ের ব্যাপারে আমি অনুৎসাহী না, তবে ভালো গল্প, চরিত্র এবং হিরো থাকলে তা নিয়ে কাজ করতে আমি আগ্রহী।

শাকিব খানের সঙ্গে আবার জুটি বেঁধে কাজ করবেন? অবশ্যই করব। যদি ডিরেক্টর আমাকে ডাকেন এবং গল্প ও অন্যান্য দিক ভালো লাগে, তবে শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেলে আমি আনন্দিত হবো। আমার দর্শকরা এখনো আশা করে থাকেন যে, শাকিব ভাইয়ের সঙ্গে আমার পরবর্তী সিনেমায় দেখা যাবে। আমি নিজেও চাই আমাদের মেগাস্টার, সুপার স্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে। দেখা যাক আগামীতে কী হয়!

Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net

অনুসরণ করুন

Facebook
Loading...
LinkedIn
Loading...
YouTube
Loading...
TikTok
Loading...
Instagram
Loading...
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
facebook-Link