Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫
সময়: ১২:০৬ am
ইন্টারভিউ

প্রিন্স মাহমুদের সুরে গান গাওয়া আমার জন্য বিশাল অর্জন - আতিয়া আনিসা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী আতিয়া আনিসা এখন ব্যস্ত সময় পার করছেন সংগীত নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার কণ্ঠে গাওয়া ‘জংলি’ সিনেমার গান ‘জনম জনম’, যা সুর করেছেন কিংবদন্তি সুরকার প্রিন্স মাহমুদ। নতুন গান ও সংগীতজীবনের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন



সাক্ষাৎকার
মো রুবেল ইসলাম || ৪ জুন ২০২৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী আতিয়া আনিসা এখন ব্যস্ত সময় পার করছেন সংগীত নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার কণ্ঠে গাওয়া ‘জংলি’ সিনেমার গান জনম জনম’, যা সুর করেছেন কিংবদন্তি সুরকার প্রিন্স মাহমুদ। নতুন গান ও সংগীতজীবনের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন তিনি।

জনম জনম’ গান প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন?

গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। এটি আমার জন্য বিশেষ একটি কাজ, কারণ কিংবদন্তি প্রিন্স মাহমুদের সুরে গাওয়ার সুযোগ পেয়েছি, আর সঙ্গে ছিলেন আমার প্রিয় তাহসান ভাই। গানটি এখন ট্রেন্ডিংয়ে ৭ নম্বরে আছে, যা আমাদের জন্য দারুণ আনন্দের। শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আশা করছি, গানটি আরও দূর এগিয়ে যাবে।

প্রিন্স মাহমুদের সুরে গাওয়ার সুযোগ কীভাবে পেলেন?

এটা আমার জন্য সত্যিই স্বপ্নপূরণ। প্রিন্স ভাইয়া যে ধরনের গলার টেক্সচার ও টোন চাচ্ছিলেন, সেটি তিনি ইমরান মাহমুদুল ভাইয়াকে জানান। এরপর ইমরান ভাইয়া আমাকে সাজেস্ট করেন, আর সেখান থেকেই আমার এই গানে যুক্ত হওয়া। এটি আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক।

আপনার সংগীতজীবনে ইমরান মাহমুদুলের অবদান কেমন?

ইমরান ভাইয়া আমাকে বাংলাদেশের সংগীতের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার সুরেই আমার প্রথম প্লেব্যাক, যা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি সব সময় নতুনদের সুযোগ দেওয়ার চেষ্টা করেন। ‘জনম জনম’ গানের ক্ষেত্রেও তিনিই আমাকে প্রিন্স ভাইয়ার কাছে সাজেস্ট করেন। শুধু প্লেব্যাক নয়, তার সঙ্গে কাজ করে আমি সংগীতের অনেক কিছু শিখেছি।

 পর্যন্ত ইমরানের সুরে কয়টি গান করেছেন?

ডুয়েট গেয়েছি ১০টিরও বেশি, আর তার সুরে গেয়েছি ৯টি গান। প্রথম গানটিই ছিল আমার প্রথম প্লেব্যাক, যা আমার কাছে খুব স্পেশাল। শ্রোতারা ‘তোকে রাখব খুব আদরে’, ‘মেঘেরই খামে’, ‘আমি তোমার প্রেমে’ ও ‘যদি একদিন’ গানগুলো সবচেয়ে বেশি পছন্দ করেছেন।

ইমরানের সঙ্গে বেশি কাজ করায় কি অন্য সুরকারদের সঙ্গে কাজ কম হয়?

একদমই না! আমার মৌলিক গানের সংখ্যা প্রায় ৯০টি, এর মধ্যে মাত্র ১০টি ইমরান ভাইয়ার সঙ্গে। বাকি ৮০টি বিভিন্ন সুরকারের সঙ্গে করেছি। যেমন— জাহিদ নিরবের সুরে অনেক গান গেয়েছি, হাবিব ওয়াহিদের সুরে ৬টি, ইমন চৌধুরী ভাইয়ার সুরে ৪টি, সাজিদ সরকারের সুরে ৬টি, আভ্রাল সাহিরের সুরে ৮-৯টি গান করেছি। সবাইকে নিয়েই কাজ করছি, তবে ইমরান ভাইয়ার সঙ্গে কাজ করলে স্বাভাবিকভাবেই বেশি আলোচনায় আসে।

কোন কোন নতুন গান আসছে?

শিগগিরই বেশ কিছু নতুন গান আসছে— কিছু একক, কিছু ডুয়েট এবং কিছু প্লেব্যাক। প্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এসব গানের ঘোষণা দেব। আশা করছি, শ্রোতারা উপভোগ করবেন!

Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net

অনুসরণ করুন

Facebook
Loading...
LinkedIn
Loading...
YouTube
Loading...
TikTok
Loading...
Instagram
Loading...
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
facebook-Link