Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫
সময়: ১২:০৬ am
ইন্টারভিউ

"সব সময় দর্শকের দৃষ্টিকোণ থেকে ভাবি" - আবদুন নূর সজল

আবদুন নূর সজল, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা, যিনি নাটকে দীর্ঘদিন দাপটের সঙ্গে অভিনয় করলেও এখন ব্যস্ত রয়েছেন ওটিটি ও সিনেমা নিয়ে। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা জ্বীন-৩। সিনেমাটি ও অন্যান্য বিষয়ে কথা বলেছেন পান্থ আফজালের সঙ্গে।



বিয়ে নিয়ে রহস্য রেখে দিলেন, এরমধ্যে আবার ‘কন্যা’ নিয়ে হাজির! ব্যাপারটা কী?
মো রুবেল ইসলাম || ৪ জুন ২০২৫

বিয়ে নিয়ে রহস্য রেখে দিলেনএরমধ্যে আবার ‘কন্যা’ নিয়ে হাজিরব্যাপারটা কী?

সজল: (হাসি) আরে, কন্যা তো জ্বীন- সিনেমার প্রথম গান! এটা একটা দারুণ রোমান্টিক গান, যেখানে আমার সঙ্গে আছেন নুসরাত ফারিয়া। ১৭ তারিখে গানটি প্রকাশ হয়েছে, আর এটি উৎসবের আমেজে বানানো হয়েছে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল, আর কণ্ঠ দিয়েছেন ইমরান ও দিলশাদ নাহার কনা। আমার খুবই প্রিয় গান এটি, এবং শুনেছি দর্শকরাও বেশ পছন্দ করছেন।

আপনি তো জ্বীন সিনেমার দ্বিতীয় কিস্তিতে ছিলেন না… এবার ফিরলেন। কেমন প্রস্তুতি ছিল?

সজল: হ্যাঁ, প্রথম জ্বীন সিনেমায় কাজ করে দারুণ সাড়া পেয়েছিলাম। তাই জ্বীন- নিয়ে আমি আরও বেশি সচেতন ছিলাম। এক মাসের বেশি সময় ধরে প্রি-প্রোডাকশনে যুক্ত ছিলাম, নিয়মিত অনুশীলন করেছি এবং চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি ফিট করে তুলেছি। এখন দর্শক কীভাবে নেয়, সেটাই দেখার বিষয়।

ঈদে তো বড় পর্দায় শাকিবনিশোসিয়ামআদরদের সিনেমাও আসছে। প্রতিযোগিতার বিষয়টা কীভাবে দেখছেন?

সজল: প্রতিযোগিতা আমার নিজের সঙ্গেই। আমি চাই আগের চেয়ে আরও ভালো করতে, নিজেকে ছাড়িয়ে যেতে। জ্বীন আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ছিল, যা সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে এবং ভালো ব্যবসাও করেছে। এবারও সেই প্রত্যাশা আছে।

আপনার দীর্ঘ ক্যারিয়ারে সবকিছু পরিকল্পনা করে করেন?

সজল: না, আসলে পরিকল্পনা করে সব কিছু হয় না। আমি শুধু চাই ভালো ভালো কাজ করতে। আপাতত এটুকুই আমার লক্ষ্য।

নাটকে এখন কম দেখা যায়কারণ কী?

সজল: এখন সিনেমার দিকেই বেশি মনোযোগ দিচ্ছি। গত কয়েক বছরে সিনেমা থেকে যে ভালোবাসা পেয়েছি, সেটাকে আরও বড় পরিসরে নিতে চাই। এমন কিছু কাজ করতে চাই যা দর্শকের মনে থাকবে, যা আমাকে পর্দায় টিকিয়ে রাখবে। এছাড়া কিছু ওটিটি কাজও করছি।

আপনাকে সবাই রোমান্টিক অভিনেতা হিসেবে চেনেবাস্তবে কেমন?

সজল: ব্যক্তিগত জীবনে আমি একদমই রোমান্টিক নই! আর একটা কথা বলতে চাই—আমি তো কেবল রোমান্টিক চরিত্রেই আটকে নেই। এর আগে অ্যাকশন হিরো, ভিলেনসহ নানা ধরনের চরিত্রে কাজ করেছি।

অ্যাকশন সিনেমায় কাজের অভিজ্ঞতা কেমন?

সজল: ওয়ালিদ আহমেদের জীবনের খেলা সিনেমায় কাজ করছি। তবে এখন শুধু জ্বীন- নিয়েই কথা বলি, এই সিনেমাটাই আমার জন্য মূল ফোকাস।

আপনার বেশি ভক্ত মেয়ে নাকি ছেলে?

সজল: (হাসি) উভয়ই! এটা আল্লাহর কৃপা। আমি সব সময় দর্শকের দৃষ্টিকোণ থেকে ভাবি, এবং চেষ্টা করি ভালো কিছু কাজ করার। এই তো!

Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net

অনুসরণ করুন

Facebook
Loading...
LinkedIn
Loading...
YouTube
Loading...
TikTok
Loading...
Instagram
Loading...
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
Contact For Ads
+012 345 67890
digital@showbiz24.net
facebook-Link