প্রয়াত কিংবদন্তি সুরকার লাকী আখন্দের সুরে নতুন একটি দেশের গান নিয়ে আসছেন প্রবীণ শিল্পী ফেরদৌস ওয়াহিদ। তার সঙ্গে এই গানে আছেন শিল্পী সাঈদা শম্পা। গানটির শিরোনাম ‘দেখেছি সে তোমাকে’। গোলাম মোর্শেদের কথায় এবং মানাম আহমেদের সংগীতায়োজনে গানটি সম্পন্ন হয়েছে।
ফেরদৌস ওয়াহিদ বলেন, “যখন শুনলাম এই গানটি লাকী আখন্দের সুরে, তখন আর না করার প্রশ্নই ওঠেনি। পরে গানটির কথা ও সুর শুনে আমি দারুণ মুগ্ধ হয়েছি। অনেক দিন পর এমন একটি দেশের গান করতে পেরে খুব ভালো লাগছে। অনেকেই হয়তো জানে না যে আমার কালজয়ী গান ‘আগে যদি জানতাম, মন ফিরে চাইতাম’ও লাকী আখন্দের সুরের গান। এজন্য তার সুরের প্রতি আমার মুগ্ধতা একদম আলাদা।”
গীতিকার গোলাম মোর্শেদ জানিয়েছেন, গানটির মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বাঙালি সত্তার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করা মানুষের গল্প তুলে ধরা হয়েছে।
শিল্পী সাঈদা শম্পা বলেন, “এত বড় বড় খ্যাতিমান মানুষের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের। এই গানটি করতে গিয়ে আমি যেন স্বপ্নে আছি নাকি বাস্তবে, সেটা বুঝতে পারছিলাম না। আনন্দের মাত্রা ছিল অন্য রকম।”
জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৪ মার্চ ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।