জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম এক সময় বাংলা সংগীত জগতে আলোড়ন তুলেছিলেন ‘বাবুরাম সাপুড়ে’সহ একাধিক হিট গান দিয়ে। তবে ব্যক্তিজীবনের নানা জটিলতার কারণে দীর্ঘদিন প্লেব্যাক ও সংগীতজগত থেকে দূরে ছিলেন তিনি। বিয়ে, সংসার, বিচ্ছেদ ও আইনি জটিলতায় ব্যস্ত সময় পার করার পর মিলা ধীরে ধীরে সংগীতে ফিরছেন।
গত বছর স্টেজ শো দিয়ে গানে ফেরার ইঙ্গিত দিলেও এবার দীর্ঘ বিরতির পর প্লেব্যাকে ফিরলেন এ পপতারকা। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’— এমন কথামালায় সাজানো গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, আর সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।
প্লেব্যাক প্রসঙ্গে মিলা বলেন, ‘শওকত আলী ইমনের সুরে গাওয়ার সুযোগ পেয়ে দ্বিতীয়বার ভাবিনি। সুযোগটি লুফে নিয়েছি। ভক্তরা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান, এটি ঠিক তেমনই একটি গান। আশা করি, শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।’
তবে ঈদে নতুন কোনো গান প্রকাশের পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। তবে ঈদের পর নিয়মিত কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রসঙ্গত, ‘ইনসাফ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে নায়ক হিসেবে রয়েছেন শরীফুল রাজ, আর তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।
